বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

টপলেস কঙ্গনা : বলিউড জুড়ে হইচই !

নিউজ ডেস্ক:

বিতর্ক পিছু ছাড়ছে না তার। কখনও ঋত্বিক রোশনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন।   আবার কখনও প্রকাশ্যেই ‘ভ্যাজিনাল ক্যামেরার’ কথা বলে ফেলেন সংবাদমাধ্যমের সামনে।

মডেলিং থেকে অভিনয়, সব কিছুতেই যেন ‘বোল্ড’ অবতারেই হাজির হন কঙ্গনা l আর এবার ফের টপলেস হলেন বলিউডের ‘কুইন’ l সৌজন্য অবশ্যই ‘রেঙ্গুন’।   সাইফ আলি খান এবং শাহিদ কাপুরের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন কঙ্গনা। আর সেখানেই যেন ফের ‘উত্তাপ’ ছড়িয়েছেন কঙ্গনা।

সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সইফ-কঙ্গনার রসায়ন নিয়ে জোর জল্পনা হয়েছে। কিন্তু, শহিদ কাপুরের সঙ্গেও যে রসায়নে কঙ্গনার জুরি নেই, তা ‘ইয়ে ইশক হ্যায়’ গানটি থেকেই পরিস্কার। আর এই গানে ফের কঙ্গনাকে ‘বোল্ড’ অবতারে দেখা গেল শহিদের সঙ্গে। প্রকাশ্যেই তাঁকে ফের ‘টপলেস’ দেখা গেল এই সিনেমায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular