নিউজ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কর্তৃপক্ষ টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে।
গতকাল সোমবার টঙ্গী শিল্প এলাকার মেঘনা রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম জহিরুল আলম উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, রাস্তার পাশের সব ধরণের অবৈধ স্থাপনা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তা ও মহাসড়ক সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।