হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফ হ্নীলা ইউনিয়নের এক বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে মডেল থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২০ এপ্রিল বৃহ¯পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল, হ্নীলা ইউনিয়নের পুর্ব পানখালী এলাকার মৃত আবদুল নবীর ছেলে সোনা আলী, টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে মো. কামাল ও কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. হানিফের ছেলে মো. কাউসার।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, গতকাল ২০ এপ্রিল বৃহ¯পতিবার সকালে হ্নীলায় এক বাড়িতে কয়েকজন ইয়াবা ব্যবসায়ীদের ইয়াবা বিক্রি করার গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ সোনা আলীর বাড়িতে তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য আনুমানিক ২১ লক্ষ টাকা। তিনি আরো জানান, আটককৃতদের এজাহারভুক্ত ও মো. আরফাতকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা রুজু করে গতকাল ২০ এপ্রিল দুপুরের দিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।