শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ায় ৪৭ জন বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে ৪৭ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। আটক ৪৭ জনের মধ্যে ১২ জন নারী, ১৬ জন শিশু ও ১৯ জন পুরুষ । শনিবার বেলা ৩টার সময় মহেশপুর ব্যাটালিয়নে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ই আগস্ট হতে ৩০শে নভেম্বর দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি কর্তৃক সর্বমোট ৯৩৩ জন আটক হয়েছেন। তাদের মধ্যে ৮৮৫ জন বাংলাদেশী, ২০ জন রোহিঙ্গা ও ২৮ জন ভারতীয় নাগরিক। উক্ত ৯৩৩ জনের মধ্যে একজন সাবেক মন্ত্রীসহ, বেশ কয়েকজন ছাত্রলীগের ক্যাডার, ৩ জন জেল পলাতক আসামিদের আটক করেন বিজিবি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular