জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের পোড়াহটি ইউনিয়নের ১ (১.২ ও ৩) নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের উপ-নির্বাচন গোলযোগ বিহীন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। মাইক মার্কা নিয়ে বেসরকারী ফলাফলে মোছাঃ লাকি খাতুন ২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান । ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। ৫ হাজার ৬৪৮ ভোটারের মধ্যে তিন হাজার ৬৬৪ ভোট পোল হয়। ভোটের পোল হয় শতকারা ৬৪.৮৭ ভাগ। হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, রুপদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বারুইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোথাও কোন বিশৃংখলতা দেখা যায়নি। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। পুলিশ ও আনসার সদস্যর পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশ ছিল। তাছাড়া একটি মোবাইল কোট সর্বদা কেন্দ্রগুলিতে অবস্থান করেছিল। মোবাইল কোট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন। ভোট গননা শেষে মোছাঃ লাকি খাতুন ২ হাজার ১০ ভোট পান । তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ আনজিলা বেগম ১ হাজার ৫৮১ ভোট পান। লাকি খাতুন ৪২৯ ভোট পেয়ে বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। ভোটগননার পরপর ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ১.২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে মোছাঃ লাকি খাতুন মেম্বর নবনির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান ওয়ার্ডবাসী। উল্লেখ্য, গত ৭ আগষ্ট ২০১৭ তারিখে পোড়াহটি ইউনিয়নের ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের একজন মহিলা সদস্যর মৃত্যুতে শুন্য হয়।