শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ঝিনাইদহে ৮ জামায়াত নেতাকর্মী সহ গ্রেফতার ৬৮

 ঝিনাইদহ প্রতিনিধিঃ হরতালে ঝিনাইদহে নাশকতার আশংকায় জামায়াতের ৮নেতাকর্মী সহ ৬৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর ও মহেশপুর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী ডাকা জামায়াতের হরতাল সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশংকায় সদর উপজেলা থেকে ৫ জন ও মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নাশকতার বিভিন্ন মামলার আসামী। এছাড়াও পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৩৫ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ১ জন, হরিণাকুন্ডু উপজেলা খেকে ৫ জন ও মহেশপুর উপজেলা থেকে ৬ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular