ঝিনাইদহে ২ দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনী

0
12

ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহে ২ দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক দিপক কুমার সাহা। সমাপনী দিনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও শ্রেষ্ট স্টল হিসেবে সিও এনজিওকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও এনজিও’র সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন,লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি, সিও সংস্থার ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন,হিসাবরক্ষক বদরুল আমিন,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস,এম সোহেল রানা, সহ বিভিন্ন সামাজিক,মানবাধিকার ও এনজিও সংগঠন সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মিরা এতে অংশ গ্রহন করে। জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,এনজিও সহ ২১ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। আলোচনা শেষে প্রধান অতিথি ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী শ্রেষ্ট স্টল হিসেবে সিও সংস্থাকে পুরস্কৃত করেন।