ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মসিউর রহমান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এড এস এম মশিয়ার রহমান, আব্দুল মজিদ বিশ্বাস, জাহিদুজ্জামান মনা, জাহিদুল ইসলাম ও আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন। মসিউর রহমান তার বক্তৃতায় বলেন, হাসিনা সরকারের পতন শুরু হয়ে গেছে। চারিদিকে কেবল মসনদ ভাঙ্গার রব উঠেছে। তিনি হুসিয়ার উচ্চারণ করে বলেন, আওয়ামীলীগ নেতারা যতই হাকডাক মারুক, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। এদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দিবসটি পালনে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রণি ও প্রকৌশলী মোমিনুর রহমান পৃথক ভাবে কর্মসুচি পালন করেন। এদিকে কালীগঞ্জ উপজেলায় সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা হামিদুল ইসলামের নেতৃত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।