জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ঔষধ প্রশাসন ও ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ও দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মহা-সচিব হাকীম হাবিবুর রহমান, সহ-সভাপতি হাকীম দিদার চৌধুরী, হাকীম এম. এম ইলিয়াস হোসেন, হাকীম আয়ুব হোসেন, কেন্দ্রীয় সদস্য কবিরাজ শরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দেশীয় চিকিৎসক সমিতির নেতা কবিরাজ আকরাম। কর্মী সম্মেলন শেষে দুপুর ২টায় ঝিনাইদহ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কবি খলিলুর রহমান সহ সংগঠনের প্রয়াত সকল সদস্যের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।