বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে প্রথম দিনের প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় ৮’শ ২৯ জন অনুপস্থিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শান্তিপুর্ণ পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে জেলার ৬ টি উপজেলায় ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে, সারা দেশের ন্যায় ঝিনাইদহের ৬ টি উপজেলায় ১’শ ৬৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ হাজার ৭’শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৪’শ ৩৯ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৬১ জন, কোটচাঁদপুরে ৩৩, ঝিনাইদহ সদরে ১’শ ৩৮, মহেশপুরে ৩১, শৈলকুপায় ১’শ ১১ এবং হরিণাকুন্ডতে ৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল ৩’শ ৯০ জন। এদের মধ্যে কালীগঞ্জ থানায় ৫৯ জন, কোটচাঁদপুওে ১৮, ঝিনাইদহ সদরে ১’শ ২১, মহেশপুরে ৮০, শৈলকুপায় ৬২ এবং হরিণাকুন্ডতে ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular