ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ও শিশু আইন-২০১৩ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এর সভাপতিত্বে সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ও দায়রা জজ সানা মো: মাহরুফ হোসেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক আব্দুল মতিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মনিরুজ্জামান, সাজেদুর রহমান, কাজী আশরাফুজ্জামান, র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ডা: কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম। এসময় ঝিনাইদহের ৬ থানার অফিসার ইনচার্জ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহিম হোসেনসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শিশু আইন ২০১৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।