ঝিনাইদহে পুকুরে ছাত্রের মরদেহ, পরিবারের দাবি হত্যা

0
2

ঝিনাইদহ সদরে পুকুর থেকে ৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফওয়ান নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সাফওয়ানের পরিবারের অভিযোগ, তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

সাফওয়ানের স্বজনেরা জানায়, শহরের শিকারপুরের ফাতেমা-মিজান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পড়ত শিশু সাফওয়ান। একই মাদ্রাসায় পড়ত ১৬ বছর বয়সী কিশোর সোহানও। সাফওয়ান ও সোহানকে দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় মাদ্রাসা থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরে সাফওয়ানকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু সাফওয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে সোহান নামের এক কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।