বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহে নদীতে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার !

নাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে নদীতে নিখোঁজের ৩ দিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের কুমার নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকার সাভার এলাকার ব্যবসায়ী হারুন অর রশিদের ছেলে ফেরদৌস মাহমুদ পারভেজ গত শনিবার শৈলকুপার রয়ড়া গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসেছিল। বুধবার বিকেলে বাড়ীর পাশের কুমারনদে বেড়াতে গেলে নিখোঁজ হয় পারভেজ। পরে শুক্রবার সকালে শৈলকুপার ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় পারভেজের মৃতদেহ খুঁজে পাই। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পারভেজ ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার গ্রামের বাড়ী মাগুরার মহম্মদপুরে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular