ঝিনাইদহে টানা বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

0
6

ঝিনাইদহে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত ২ দিন ধরে থেমে থেমে আবার বৃষ্টি হলেও বুধবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম।

সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে।

সড়ক-মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে তারা। যারা বের হচ্ছে তারা পড়ছেন বিপাকে। সবথেকে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।এদিকে বৃষ্টির কারণে ফসলের মাঠে ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। টানা বৃষ্টি হলে মাসকলাই, সবজি, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজসহ আগাম শীতকালীন সবজির ফুল-ফল পচে যেতে পারে বলে আংশকা করছে তারা। অনেক জায়গায় বেশি বৃষ্টিপাতের ফলে পানিতে আমনের ক্ষেতসহ অন্যান্য মৌসুমী ফসল তলিয়ে গেছে।