নিম্নচাপের প্রভাবে ঝিনাইদহে গত তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়িগুঁড়ি, আবার কখনো মুষলধারে ঝরছে বৃষ্টি। ফলে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। বৃষ্টি উপেক্ষা করে অনেকে ঘর থেকে বের হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ছুটির দিনে (ঈদে মিলাদুন্নবী) বৃষ্টির কারণে শহরে মানুষের উপস্থিতির হার কম লক্ষ্য করা গেছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। টানা বৃষ্টিতে অনেক স্থানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে, বৃষ্টিপাত হওয়ায় ব্যস্ততা বেড়েছে ছাতা মেরামতের কারিগর ও দোকানিদের।