ঝিনাইদহে আত্মহত্যার প্রবনতা ব্যাপক হারে বেড়েছে, গত ৫ মাসে আত্মহত্যা করেছে ১৭০ জন

0
34

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় আত্মহত্যার প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গত ৫ মাসে এ জেলায় আত্মহত্যা করেছে ১৭০ জন। ঝিনাইদহ জেলা আইন-শৃংখলা সভা ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৫মাসে আত্মহত্যা করেছে ১৭০ জন। ঝিনাইদহ জেলার ৬ উপজেলার মধ্যে এপ্রিল মাসে ২৭জন, মে মাসে ৩৬জন, জুন মাসে ৩৬জন, জুলাই মাসে ৩৪জন ও আগস্ট মাসে ৩৭। এরমধ্যে ৮২জন পুরুষ এবং ৮৮ জন মহিলা। বিগত মাস গুলির পরিসংখ্যানে দেখা গেছে এই জেলায় প্রতি মাসে ৩০-৩৫ জন গড়ে আত্মহত্যা করেছে। আরো জানা যায়, এরা গলায় ফাঁস, বিষপান ও ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করছে বলে জানা গেছে। এই জেলায় আত্মহত্যার পরিমান সর্বাধিক হওয়ায় জেলা প্রমাসক সরোজ কুমার নাথ আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ভাবে সকলকে সচেতন করার জন্য জিও-এনজিও সব ধরনের প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।