শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশের এর আগেও নৈরাজ্য সৃষ্টি করেছে। দুর্নিতীবাজ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শৈলকুপা সার্কেল এসপি তারেক আল্ মেহেদী।

Similar Articles

Advertismentspot_img

Most Popular