ঝিনাইদহে অগ্নিকান্ড দুটি কৃষক পরিবারের স্বপ্ন কেড়ে নিল

0
44

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে অগ্নিকান্ডে দুটি কৃষক পরিবারের স্বপ্ন কেড়ে নিয়েছে। ঝিনাইদহের সদর উপজেলার হরিসংকর পুর ইউনিয়নের হদা বাকড়ি গ্রামেরa মৃত লুৎফর মৃধার ছেলে সোহাগ ও নুরুল মৃধার বাড়িতে। গত শুক্রবার রাত্রে সকলে ঘুমিয়ে পড়েছে গরুর গোয়ালে মশার উৎপাত থেকে রক্ষার জন্য সাঁজাল দিয়ে। হটাত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গরুর গোয়ালে আগুন লেগে যায়। বাড়ির পরিবারের লোকজনের আত্ম চিৎকারে আশেপাশের মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে ১ লক্ষ টাকা মুল্যের দুইটি দুগ্ধবর্তি গাভি আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আধা পোড়া অবস্থায় কোন রকমে বেঁচে আছে ৪ টি গরু। তারমধ্যে সোহাগ মৃধার ৭০ হাজার টাকা মূল্যের একটি গরু মাত্র ৩০ হাজার টাকায় কশাইয়ের নিকট বিক্রয় করেছে কিন্তু আরেকটি ২৫ হাজার টাকা মুল্যের গরু মরার পথে প্রায়। গরু পালন করে অন্যের জমি চাষ করে কোন রকমে ৯ জন সদস্য নিয়ে জীবিকা নির্বাহ করে দুইটি পরিবার। এই অগ্নিকান্ডের পর প্রায় কয়েক দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের পাশে এসে সাহাযের হাত বাড়িয়ে দেইনি কেউ। পরিবারের সদস্যদের চোখে মুখে সুধুই হতাশা কি ভাবে শুরু করবে তাদের চাষাবাদ কিভাবে আবার তারা নতুন করে স্বপ্ন দেখবে। মৃত লুৎফর মৃধার বিধবা স্ত্রী জানান যে ঘটনার পর ইউ পি চেয়ারম্যান ও আমাদের একটু দেখতে আসেনি। বাবারা সরকার যদি এখন আমাদের না দেখে তাহলে আমরা কি ভাবে চলব ? সরকারকে বলে আমাদের জন্য একটু সাহায্য ব্যবস্থা করে দিবেন। এ প্রসঙ্গে ১০ নং হরিসংকর পুর ইউনিয়নের চেয়ারম্যান মাছুম জানান অগ্নিকান্ডের ঘটনার পর ও আমার কিছু সমস্যা থাকার জন্য যেতে পরিনি।