আ.লীগ-১৭, বিএনপি-১৬, জাপা-২ ও স্বতন্ত্র-১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ
নিউজ ডেস্ক:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে আ.লীগ, বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা এখন নেমেছেন নিজ নিজ দলের সমর্থন পেতে মনোনয়ন যুদ্ধে। ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার মধ্যে কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা নিয়ে ঝিনাইদহ-৩ সংসদীয় আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আ.লীগ ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সংগ্রহ করেছেন নিজ দলের মনোনয়ন ফরম। ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে এমপি হতে চান ৩৬ জন। এই আসন থেকে আ.লীগ-১৭, বিএনপি-১৬, জাপা-২ ও স্বতন্ত্র-১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলো- এ আসন থেকে ১৭ জন প্রার্থী নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে- শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহেশপুর উপজেলা আ.লীগের সভাপতি শিল্পপতি সাজ্জাতুজ জুম্মা, বর্তমান এমপি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নবী নেওয়াজ, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য রেজাউল করিম টিটোন, কেন্দ্রীয় যুবলীগের উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম.এম জামান মিল্লাত, কেন্দ্রীয় আ.লীগ উপ-কমিটির সাবেক নেতা ইঞ্জিনিয়ার টি.এম আজিবর রহমান মোহন, ঝিনাইদহ জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মহেশপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কোটচাঁপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহেশপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জেলা কৃষক লীগ নেতা ও এস বি কে ইউপি’র সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, এ্যাড. রোকনুজ্জামান প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান সানি ও জয় মামুন।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলো- এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন ১৬ জন মনোনয়ন প্রত্যাশী। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির থেকে এ আসন থেকে মনোনয়ন নিয়েছেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কন্ঠশিল্পী মনির খাঁন, মহেশপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপি’র উপদেষ্টা লতিফুর রহমান চৌধুরী, মহেশপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহেশপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম খাঁন চুন্নু, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, কোটচাঁদপুর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা হায়দার আলী, মহেশপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি দবির হোসন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মহেশপুর বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্বাস আলী, মহেশপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ জামান মোহন ও মহেশপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহফুজুল হক বাবু। এছাড়াও জাতীয় পার্টি’র ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন ও মহেশপুর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি মোশারফ হোসেন। জামাতে ইসলামীর অধ্যাপক মতিয়ার রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।