ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট আয়ুব হোসেন ও সদস্য মোকাররম হোসেন ঠান্ডুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ ডা: কে আহমেদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে সেসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সামাদ, পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার খান সউদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার জাহান বাদশা, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ।
পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।