বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর বার্ষিক পরীক্ষার সদনপত্র ও বৃত্তি প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর বার্ষিক পরীক্ষার সদনপত্র ও বৃত্তি প্রদাণ করা হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর সার্বিক তত্ববধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক এ্যাড. মনোয়ারুল হক লাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, আওয়ামী সাংস্কতিক ফোরাম (আসাফো) জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু, গ্রামীন কেবল ইন্ড্রাস্ট্রি’র ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, নাসিক ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন, অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য আলাউদ্দিন বল্টু। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অংকুর নাট্য একাডেমীর ৭৪ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular