ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪ এসএসসি পরীক্ষার্থীদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

0
26

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠ জেলার নলছিটি উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পতে সড়ক দূর্ঘটনায় ১১ জন আহতের মধ্যে ৪ জন গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থীদেরকে দেখতে নলছিটি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসক।  খবর পেয়েঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক ও নলছিটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম আহতদের দেখতে ও চিকিসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান

সাড়াদেশে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হলে দ্বিতীয় দিন ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টার দিকে ট্রলারটেম্পো যোগে পরীক্ষা দিতে পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার সময় ট্রলারটেম্পো উল্টে এসএসসি পরীক্ষার্থী সহ ৫জন আহত হয়েছেউপজেলার মালুহার গ্রামের কুলকাঠি-তালতলা সড়কের ভারানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । আহতদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেবাচিমে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনায় টেম্পোর চালকও আহত হয়েছে বলে জানা গেছে গুরুতর আহত পরীক্ষার্থী বিথী , সুমন এবং  টেম্পো চালক শামসুল হককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে 

জানা গেছে, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দেওয়ার জন্য কুলকাঠি শহিদীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীরা কুলকাঠি-তালতলা সড়ক দিয়ে টেম্পোযোগে বি জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল টেম্পোটি ভারানি এলাকায় পৌছালে চাঁকা খুলে দুর্ঘটনায় স্বীকার হয়  টেম্পোর ভেতরে থাকা এগারো পরীক্ষার্থী এবং টেম্পো চালক আহত হনএদের মধ্যে বিথী, মিম আক্তার, সুমন ঢালি ও হেলেনাকে গুরুতর অবস্থায় প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়আহত অন্য পরীক্ষার্থীদের সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়

 খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো:হামিদুল হক ও নলছিটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম আহতদের দেখতে ও চিকিসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান