ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর বহরে সড়ক দূর্ঘটনায় জেলা যুবলীগের তিন নেতা আহত

0
28

রিপোট: ইমাম বিমান: ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর গাড়ী বহরে সড়ক দূর্ঘটনায় জেলা যুবলীগের তিন নেতা আহত হওয়া ঘটনা ঘটেছে। ৯ ফেব্রুয়ারী  শুক্রবার দুপুর আনুমানিক ১ টার সময় ঝালকাঠী জেলার নলছিট উপজেলাধীন জুরকাঠি শিমুলতলা রাস্তার সিদ্ধকাঠি ইউনিয়নের চন্দ্রকান্দা নামক স্থানে যুবলীগ নেতা বহন কারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পার্শ্ববর্তী খালে পরে যায়

ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার খাজুরিয়া তালতলার মোড়ে স্থাপিত পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সাব-ষ্টেশন উদ্ভোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি’র সাথে যোগদান শেষে বরিশাল ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর জি এস জাকির ‚  মোঃ মোস্তাহিদ হোসেন মিশু এবং মোঃ বাবু হোসেন আহত হন।
আহতদের দূর্গটনা স্থান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে