বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝালকাঠিতে ছিন্নমূল বেদে সম্প্রদায় শিশুদের মাঝে জন্মনিবন্ধন সনদ প্রদান ওবিদ্যালয়ে ভর্তির কার্যক্রম গ্রহণ আনুষ্ঠান

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে পৌর মেয়রের উদ্যোগে ছিন্নমূল বেদে সম্প্রদায় শিশুদের মাঝে জন্মনিবন্ধন সনদ প্রদান আনুষ্ঠান অনুষ্ঠিত। পৌর সভার আয়োজনে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি জেলা প্রশাসন হামিদুল হক ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার সম্মেলনকক্ষে বেদে (মান্তা) সম্প্রদায়ের ৩২ জনকে এ সনদ পত্র প্রদান করেন।

ঝালকাঠি পৌরসভায় ভাসমান বেদে (মান্তা) সম্প্রদায়ের মাঝে জন্মনিবন্ধন সনদ পত্র প্রদান অনুষ্ঠানে ২৯ জন বেদে নারী, শিশু ও পূরুষদের মাঝে জন্মনিবন্ধন সনদ পত্র প্রদান করে শিশূদেরকে বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম গ্রহণ এবং সরকারি সুবিধা ও নাগরিক সুবিধা প্রদানের আওতায় ভুক্ত করা হচ্ছে।  এসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পিনু আক্তার নদী, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, দুলালসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular