রিপোর্ট ঃ ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের শাওড়াকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রনীর ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে রাজি না করতে পারায় ছাত্রীর উপর হামলা করে ১ চোখ অন্ধ করার ঘটনায় ছাত্রীর মা পাঁচ জনকে অাসামি করে অাদালতে মামলা দায়ের করেন।
১ অাগষ্ট মঙ্গলবার সকালে ছাত্রী লামিয়া অাক্তারের মা রাবেয়া বেগম বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র মেজিষ্ট্রেট অাদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানাযায়, লামিয়া শাওড়াকাঠী বালিকা বিদ্যালয়ে ৭ ম শ্রেনীতে লেখা পড়া করে। বিদ্যালয়ে অাসা যাওয়ার পথে লামিয়ার পথরোধ করে একই গ্রামের জাকির হাওলাদারের ছেলে মমিন হাওলাদার ও তার বন্ধুরা মিলে প্রায় সময় কু-প্রস্তাব দিতো। লামিয়া তাদের ভয়ে কোন কথা না বলে বিদ্যালয় থেকে বাড়ী অাসা যাওয়া করতো। এ বিষয় লামিয়া তার মা ও বাবার কাছে বললে তারা স্থানীয় ভাবে কয়েকজন ব্যক্তিদের জানান। লামিয়ার মা বিষয়টি কয়েকজনকে জানালে মোমিন তার বন্ধুদের নিয়ে লাঠি লোহার রড সহ গত ১৮ মে দিবাগত রাতে লামিয়াদের বাড়ীতে গিয়ে প্রথমে তার বাবা মায়ের উপর হামলা চালায় এবং তাদেরকে বেধরক মারধর করতে থাকে মাধরের একপর্যায় ঘরের ভিতর ঢুকে তাদের হাতে থাকা রড ও লাঠি দিয়ে লামিয়াদের দড়জা, অালমিরার গ্লাস ভেঙ্গে ফেলে, ঘরের ভিতরে থাকা লামিয়া চিৎকার করলে মোমিন হাতে থাকা লোহার রড নিয়ে এসে লামিয়ার গলা চেপে ধরে, ঘরের ভিতরে মাটির উপর ফেলে দেয় এবং তোকে মেরে ফেলবো বলে
হাতে থাকা রড দিয়ে লামিয়ার চোখে অাঘাত করে। তাদের চিৎকারে পাশের বাড়ীর লোকজন অাসার অাগেই মোমিন সহ তার লোকজন পালিয়ে যায়। স্হানীয়দের সহযোগীতায় লামিয়াকে ঐ রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুদিন অতিবাহিত হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি চক্ষু হাসপাতালে হস্থান্তর করেন।
এ বিষয় মামলা বাদী রাবেয়া বেগম জানান, অামার তিনটি মেয়ে সন্তান বড় মেয়েটি বিবাহ দিয়েছি মেঝ মেয়ে ৯বম শেনী ও ছোট মেয়েটি ৭ম শ্রেনীতে লেখাপড়া করছে। অামার স্বামী একজন অপারেশনের রোগী তাই প্রায় সময়ই সে অসুস্থ থাকে। তার অসুস্থতার কারনে সংসারেও অভাব অনটন লেগে থাকে অনেক কষ্ট করে মানুষের হাতে পায়ে ধরে ধার করে টাকা এনে মেয়ের চিকিৎসা করাচ্ছি বর্তমানে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছিনা অামি অামার মেয়ের চোখের অালো ফিরিয়ে দিতে কি পারবো ? অামার মেয়ে স্কুলে যেতে চায় তার চোখ ভালো না হলেও বা অামি কিভাবে তাকে স্কুলে পাঠাই। ঘরে ভাত খাওয়ার মত পরিস্থিতি টুকুও নাই। স্বামী দিন অানে তাই দিন খাই। অামরা পগবীব বলে অামাদের দেখার কেউ নাই।
মামলার বিষয় বাদী পক্ষের অাইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর এড. বনি অামিন বাকলাই জানান, মামলাটি ঝালাকাঠী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রট অাদালতের বিজ্ঞ বিচারক মহাদ্বয় মামলাটি ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ অাই অার করার নির্দেশ দেন।