বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জ্বালানি ও তথ্য বিষয়ে ভারতের সঙ্গে চুক্তিতে সই বাংলাদেশের !

নিউজ ডেস্ক:

জ্বালানি ও তথ্য বিষয়ে ভারতের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। রবিবার বিকালে দু’দেশের মধ্যকার চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে এই চুক্তি সই হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবার বিকাল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেতৃত্ব প্রায় সাড়ে তিন বছর পর জেসিসি বৈঠক শুরু হয়।

জেসিসি বৈঠকে অংশ নিতে দুইদিনের সফরে রবিবার দুপুরে ঢাকায় আসেন সুষমা স্বরাজ। সফরে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন সুষমা স্বরাজ। পরে রাত ৮টায় হোটেল সোনাগাঁওয়ে বিএনপি চেয়ারপাসন খালেদার জিয়ার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular