নিউজ ডেস্ক:
‘হানিমুন’ বা ‘মধুচন্দ্রিমা’ নিয়ে সব নব্যবিবাহিতেরই আগ্রহ থাকে। বিয়ের পর চেনা জগৎ থেকে দূরে কোথাও কয়েকটা দিন কাটানোর আনন্দই আলাদা। দুজন মানুষের যৌথ জীবন-যাপনের শুরুর কটা দিন কাটে রোমান্টিকতায়। কিন্তু কখনো কি ভেবেছেন ‘হানিমুন’-এর ধারণাটি কোথা থেকে এলো।
‘হানিমুন’ কথাটা এসেছে ‘হানি ওয়াইন’ থেকে। ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে তৈরি এই হানি ওয়াইন ফুলসজ্জার রাতে নতুন জামাইকে উপহার হিসেবে দিতেন শ্বশুর! এই ‘হানি ওয়াইন’ ছিল বলবর্ধক, ঠাণ্ডায় গা গরম করার মহৌষধ। আর এভাবেই হানিমুনের উৎপত্তি ।