নিউজ ডেস্ক:
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার ইংলিশ শাখার ‘এ’ লেভেল গ্রেজুয়েশন সিরিমনি ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিটি ছাত্রছাত্রীকে মেধাবী এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। ছাত্রছাত্রীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখছে এবং স্কুলের সুনাম বয়ে আনছে মন্তব্য করে তিনি শিক্ষক এবংঅভিভাবকগণকে ধন্যবাদ জানান।
উপাধ্যক্ষ আবদুল কাইয়ূম ও মাহমুদা মেরিন এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আবদুল বাকি, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, সদস্য ইয়াহিয়া চৌধুরী,মোহাম্মদ ইলিয়াস,ডা.মাহবুব উল্লাহ,আতিকুল ইসলাম আলভী এবং মুসা খান।
অনুষ্ঠানে ২২৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭৩ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।