জীবননগরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
3
স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ আব্দুল বাছেদ (৪০) নামের একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (‌র‍্যাব)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের মেসার্স অংগন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল বাছেদ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের তৈয়ব আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর থানাধীন মেসার্স অংগন ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় আব্দুল বাছেদ নামের একজনকে আটক করে তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১২০ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল, ২ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন। জব্দকৃত আলামতসহ আটক আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।