জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় শুটারগান উদ্ধার

0
9

নিউজ ডেস্ক:জীবননগর থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি শুটারগান উদ্ধার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর গ্রাম থেকে শুটারগানটি উদ্ধার করা হয়। জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার নির্দেশে এসআই জিয়াউর রহমান, এসআই নাহিরুল ইসলাম, ও এএসআই সুলতান ও মিলন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় শুটারগানটি উদ্ধার করা হয়।