মোটরসাইকেল চালক মেহেদীর মর্মান্তিক মৃত্যু!
নিউজ ডেস্ক:জীবননগর উথলীতে ঢাকাগামী জে-লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫৩) বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামের উথলী কলেজের সন্নিকটে বিজিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া খাঁ পাড়ার দুলাল শেখের ছেলে মেহেদী হাসান (২৫) নিহত হয়।
প্রত্যাক্ষদর্শী সূত্র জানান, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মোটরসাইকেল চালিয়ে সন্তোষপুর বাসস্ট্যান্ড থেকে দর্শনা অভিমুখে যাচ্ছিলেন। স্থানীয়রা বলেন, কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে-লাইন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৮৫৩) বাসটি বেলা ২টার দিকে উথলী কলেজের সন্নিকটে বিজিপি ক্যাম্পের সামনে পৌঁছালে একটা ইঞ্জিন চালিত অটোভ্যানকে ওভারটেক করতে গেলে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও পরিবহন বাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘাতক জে-লাইন পরিবহনের বাস চালক বাসটি রেখে ঘটনাস্থলে রেখে কৌশলে পালিয়ে যায়। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতর সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত যাত্রীবাহী পরিবহনটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। এদিকে সংসারের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।