নিউজ ডেস্ক:
জার্মান আওয়ামী লীগ নর্থ রাইন ভেস্টফালিয়া শাখার (এনআরডাব্লিউ) কার্যকরী কমিটিতে ১৪ জন নতুন সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের জরুরি সভায় তাদের নিয়োগ দেয়া হয়। সভায় জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু উপস্থিত ছিলেন।
নতুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশফাক খান। সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ সুরুজ আলী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন লিটন ও শাহজাহান ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমির হোসাইন ও প্রচার সম্পাদক হিসেবে জাহাঙ্গির খানকে মনোনয়ন দেয়া হয়েছে। মহিলা সম্পাদক হয়েছেন কারিমা আক্তার। আঞ্চলিক শাখার কার্যকরী কমিটিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা জাহের ঠাকুর, পেয়ারা তালুকদার গিনী, আক্তার উদ্দিন, প্রিন্স তালুকদার, সালাউদ্দিন এবং আলী সেলিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী সাবু বলেন, ষড়যন্ত্র করে জার্মান আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বরং জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সকল শাখার নেতা-কর্মীরা এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে সবসময় ঐক্যবদ্ধ।
নর্থ রাইন ভেস্টফালিয়া শাখার নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৈয়দ সুরুজ আলী বলেন, আজন্ম বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আওয়ামী লীগের সাথে কাজ করে আসছি। মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের বাহক হিসেবে আওয়ামী লীগের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছি।