নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মেধা তালিকার ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
এ ভর্তি কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি কমানোর দাবিতে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে স্থগিত হওয়া ভর্তি-সম্পর্কিত সব কার্যক্রম পুনরায় এ দিন শুরু হবে।
আজ বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্থগিত ঘোষিত প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধা তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। মেধা তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে,শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বিভাগ উন্নয়ন ফি না কমানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করেছে ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর হতে মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়। কিন্তু ঐ দিন বিভাগীয় উন্নয়ন ফি বাতিলের দাবিতে কয়েকটি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্রণী ব্যাংক অবরোধ করে। এতে আগত ভর্তিচ্ছরা কেউই টাকা জমা দিতে পারেনি। পরে, এ ঘটনায় ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।