জাবিতে ব্যাটারিচালিত যান, মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

0
3

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর পর ক্যাম্পাসে সকল ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ লাইসেন্সবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি, মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হন আফসানা। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ছিলেন। তিনি শেরপুর জেলার বাসিন্দা এবং ঢাকার গ্রীণ রোডের গ্রীণ স্কয়ারে তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।