জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে

0
13

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক অর্জন। তবে কতিপয় সদস্যের কিছু ঘটনা সামনে চলে আসে। অপেশাদার ওই সব আচরণের জন্য আমরা বিব্রতবোধ করি। ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে নীতি হচ্ছে- কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তা হলে সে অপরাধী বলে গণ্য হবে। প্রচলিত নিয়মনীতির মধ্যে থেকে বিষয়টি দেখা হবে।’

জঙ্গি ও মাদক হল পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের নীতি জিরো টলারেন্স। যতদিন না পর্যন্ত মাদকের চাহিদা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এটি নির্মূল করা যাবে না; নিয়ন্ত্রণ করা যাবে। এটি কেবল পুলিশের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব।

গতকাল বুধবারও যখন প্রধানমন্ত্রী র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছিলেন, তখনও আইজিপি মাদক নির্মূলের ওপর জোর দেন।

জাবেদ পাটোয়ারী সাবেক আইজিপি একেএম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল ৩১ জানুয়ারি শহীদুল হকের মেয়াদ শেষ হয়।