জাতিসংঘের নতুন অবরোধের কঠোর সমালোচনা উ. কোরিয়ার

0
15

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের সর্বশেষ অবরোধ আরোপের কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। রোববারের এ সমালোচনায় দেশটি জাতিসংঘের এমন পদক্ষেপকে একটি ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের লঙ্ঘন করায় জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি। জাতিসংঘের এমন পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল যা কোরীয় উপদ্বীপ ও বিস্তৃত এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করছে।’