জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ”বাংলাদেশ পুলিশ

0
34

বিপ্লব আহমেদ  ঢাকা

বাংলাদেশ পুলিশের ১৮০ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-এ দায়িত্ব পালনের জন্য বিশেষ বিমানে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে গত সোমবার ২৭ মে ২০২৪ তাং রাত ১২:৪১মিঃ ঘটিকায় সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ পুলিশ সদস্য।

মিশনগামী সদস্যগণ ব্যানএফপিইউ-১ এর ১৬তম রোটেশনের সদস্যদের প্রতিস্থাপন করবেন বলে জানা যায়।

বাংলাদেশ পুলিশের এ ফরমড্ পুলিশ ইউনিটির কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি।

পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি মোঃ আনোয়ার হোসেন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশন শাখার কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ বিগত ৩৫ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষায় নিয়োজিত থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছেন বলে বাংলাদেশ পুলিশ কর্তৃক, জানানো হয়েছে।