বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ১০ আগস্ট !

নিউজ ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০১৭-১৮ কার্যকালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

গত ২৭ জুলাই প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জবিসাস কার্যালয়ে ভোটগ্রহণ হবে।

গত মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। বুধবার মনোনয়পত্র সংগ্রহ এবং বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ আগস্ট চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

এদিকে জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার ড. নূর মোহাম্মাদ বলেছেন, গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular