বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ

দরবেশপুরের আলোচিত জোড়া খুনের ঘটনায় আটক ৪
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় আটক চারজনকে কারাগারে প্রেরণ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন নতুন দরবেশপুর গ্রামের মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে আব্দুল হাকিম, আব্দুল হাকিমের ছেলে সালাম, আহাদ আলীর ছেলে তারা চাঁদ ফকির ও সোনাপুর গ্রামের মুক্তার ম-লের ছেলে পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার মামলত হোসেন।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ ওই চারজনকে আটক করে এবং তাঁদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে এসআই আহসান হাবীব জানান, জবানবন্দিতে আটক হাকিম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যা মামলার স্বার্থে প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর যুবলীগের নেতা মাছ ব্যবসায়ী রোকনুজ্জামান ও হাসান আলী নামের দুজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular