জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা নরেন্দ্র মোদির !

0
26

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় মোদি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান।

আজ ২৮ সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।