বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

জনপ্রিয় দেব !

নিউজ ডেস্ক:

টলিউড অভিনেতা দেব। অভিনয় গুণে অনেক আগেই জনপ্রিয়তার তকমা পেয়েছেন তিনি।

এবার আনুষ্ঠানিকভাবে জনপ্রিয়তার স্বীকৃতি দেয়া হলো এই অভিনেতাকে। ‘সেরা জনপ্রিয়’ অভিনেতা হিসেবে ‘বিএফজেএ অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে এ সম্মাননা জানানো হয় দেবকে।

সাংবাদিকদের বিচারের নিরিখেই দেওয়া হয় এই পুরস্কার। কাজের প্রয়োজনে বছরজুড়ে অভিনয়শিল্পী ও সাংবাদিকরা যেন এক সংসারের সদস্য হয়ে থাকেন। আর এই পরিবারই এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এছাড়া সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি (ক্ষত), পরাণ ব্যানার্জি (সিনেমাওয়ালা)।

২০০৬ সালে ‘অগ্নিশপথ’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন দেব। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- চাঁদের পাহাড়, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, বুনো হাঁস, যোদ্ধা, আরশীনগর, আই লাভ ইউ, মন মানে না প্রভৃতি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular