জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করবে:রিজভী

0
23

নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে বৃথা আস্ফালন করছে। আওয়ামী লীগ চেষ্টা করলেও ভুক্তভোগী জনগণ সব কিছুই নথিভুক্ত রেখেছে।
জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করতে এগিয়ে আসছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে চালের দাম ১৬ টাকা থেকে বাড়তে বাড়তে ৫০ টাকা হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। নিত্যপণ্যসহ সব পণ্যের দাম বেড়েছে।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে সরকারের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী নেতারা ও সাবেক দুইজন বিচারপতি বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের ভাবম‍ূর্তি ক্ষুন্ন করেছেন।