নিউজ ডেস্ক:
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘সমাজ থেকে অন্ধকার, কুসংস্কার, ধর্মান্ধতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করতে তরুণ প্রজন্মের মাঝে জ্ঞানচর্চার পাশাপাশি সংস্কৃতি চর্চাও ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে সরকার সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
গতকাল শনিবার ‘নগর গবেষণা কেন্দ্র’র (সিইউএস) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রত্যেক উপজেলায় সাংস্কৃতিক চর্চার কমপ্লেক্স তৈরি ছাড়াও শিল্পকলার অধীনে মিলনায়তন, মুক্তমঞ্চ ও লাইব্রেরি গড়ে তুলছে।
‘সাংস্কৃতিক শহর ঢাকা’ শিরোনামে বাংলা একাডেমীর শামসুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নগর গবেষণা কেন্দ্র, ঢাকা।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্ট্রে বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক হাশেম খান। সভাপতিত্ব করেন নগর গবেষণা কেন্দ্রের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নগর গবেষণা কেন্দ্রের সচিব অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি অধ্যাপক রোজী মজিদ আহসান ও নগর গবেষণা কেন্দ্রের কোষাধ্যক্ষ স্থপতি পরিকল্পনাবিদ সালমা এ সফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য অধ্যাপক কাজী মদিনা।
দিনব্যাপী সম্মেলনে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সঙ্গীত, নাটক, চারুকলা, ভাষ্কর্য, আলোকচিত্র, স্থাপত্যশিল্প, নগর-বিন্যাস ও পরিকল্পনা নিয়ে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়।