নিউজ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সোস্যাল মিডিয়ায় জঙ্গিবাদ নিয়ে গুজব ছাড়ানো হচ্ছে। তবে বিষয়টি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। যে কোনো গুজবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে।
রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী চিফ’স অব পুলিশ কনফারেন্সে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ রুখতে আন্তঃযোগাযোগের গুরুত্বের কথা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ দমনে আমরা জিরো টলারেন্সে। পাশাপাশি নেওয়া হচ্ছে নানামাত্রিক সচেতনতামূলক কর্মসূচিও।
বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে দুইভাগে ভাগ করা যায় মত দিয়ে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে উগ্রপন্থি বা বামপন্থিদের উত্থান হয়। বর্তমানে বিপদগামী ধর্মীয় উগ্রপন্থিদের উত্থান হয়েছে, যারাই মূলত জঙ্গিবাদ সৃষ্টি করছে।
হলি আর্টিজানের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্লগার হত্যা ও হলি আর্টিজানে হামলা ধর্মীয় উগ্রপন্থিদের দ্বারা সৃষ্ট। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসি কাজ করে যাচ্ছে।