ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গরু নিয়ে মিছিল, গণভোজ

0
14

ছাত্রলীগ নিষিদ্ধ করায় গরু নিয়ে বিজয় মিছিল করেছে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরা।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টায় নগরীর আকলুপট্রি মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানান, সিএন্ডবি মোড়ে গরু জবাই দেওয়া হবে। সেখানে গরুর মাংস রান্না শেষে গণভোজের আয়োজন থাকবে। উপস্থিত সবার জন্য থাকবে খাওয়ার আয়োজন।