নিউজ ডেস্ক:
হোয়াটসঅ্যাপ নিয়ে এল বিজনেস অ্যাপ। চ্যাটের চৌকাঠ পেরিয়ে অর্থ লাভের পথ দেখাবে হোয়াট্সঅ্যাপ।
মঙ্গলবার এই পরিষেবা চালু করল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ম্যাসেঞ্জার অ্যাপ। বিশেষ করে যাঁরা ছোট ব্যবসায়ী বা উদ্যোগী তাঁদের জন্য এই অ্যাপ ভীষণ কার্যকারী হবে বলে মন করছেন বিশেষজ্ঞরা।
ইকোনমিক্স টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে হোয়াট্সঅ্যাপের চিফ অপারেটিং অফিসার ম্যাট আইডিমা জানান, ছোটোখাটো ব্যবসায়ীদের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। বিজনেস প্রোফাইল, চ্যাট এবং এক ছাদের তলায় গ্রাহক- এই অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার। সরাসরি গ্রাহক এবং সংস্থার সঙ্গে সমন্বয়ও থাকবে। অ্যাপে এই কোম্পানিগুলির বৈধতা বিচারে গ্রিন চেক মার্কের ভেরিফায়েড অ্যাকাউন্ট রাখা হবে এবং কোম্পানি সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া থাকবে এই অ্যাপে। এছাড়াও গ্রাহকের সুবিধার্থে একটি চ্যাট রুম ফিচার থাকবে বলে জানা গেছে।