বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চৌহালীতে ৪’শ পিস ইয়াবাসহ এক মাদক সম্রাট গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের চৌহালীতে ৪শ পিছ ইয়াবাসহ হাসান আলী (৫০) নামের এক মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সালিমাবাদ ভুতের মোড় নামক স্থান থেকে ৪’শ পিস ইয়াবা টেবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। সে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকোষা (পাইকশা মাইজাল) গ্রামের মো. সওদাগর মোল্লার ছেলে। চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চর সলিমাবাদ এলাকার ভুতের মোড় থেকে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার পাইকশা মাইজাল গ্রামের মো. সওদাগর মোল্লার ছেলে মাদক স¤্রাট হাসান আলীকে ৪শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকশা মাইজাল (পাইকোষা) গ্রামের সওদাগর  মোল্লার ছেলে হাসান আলীকে ৪শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular