নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জখম হওয়া দুই বন্ধু হলো সরোজগঞ্জ বাজারপাড়ার শফিকুল ইসলামের ছেলে সাব্বির আহম্মেদ (১৭) ও কালিভা-ার দোয়া গ্রামের মসজিদ পাড়ার রহমানের ছেলে মাসুম (১৭)। তারা দুজনেই চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, গতকাল বিকেলে সাব্বির ও মাসুম মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথের মধ্যে সরোজগঞ্জ ও ছয় মাইলের মাঝামাঝি স্থানে পৌঁছালে তারা একটি ভুট্টা বোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়। ট্রাকের চাকায় তাদের বাম পা পিষ্ট হয়ে যায়। স্থানীয় লোকজন এ সময় তাঁদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, আহত দুজনেরই একটি করে পা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে। দুজনেরই একটি করে পা কেটে বাদ দিতে হবে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, হাসপাতাল থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে উভয়পক্ষের পরিবারের সদস্যরা তাদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।