বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় স্বামীর পরকীয়ার সন্দেহে নববধূর আত্মহত্যা

মুরাদ হোসেন. চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার স্বামীর পরকীয়ার সন্দেহে এক নববধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার বুড়োপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি খাতুন গ্রামের আইতাল হোসেনের মেয়ে। বছরখানেক আগে একই গ্রামের ফারুক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, স্বামীর পরকীয়া আছে সন্দেহে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে গ-গোল হতো। মঙ্গলবার পিতার বাড়িতে ছিলেন বৃষ্টি খাতুন। সন্ধ্যায় স্বামী ফারুক হোসেন মার সঙ্গে দেখা করতে যান। এ সময় বৃষ্টি খাতুন তার স্বামীকে থাকতে অনুরোধ করেন। কিন্তু ফারুক তা না শুনে পিতার বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে বৃষ্টি তার স্বামীর মোবাইলফোনে কল দিয়ে ওয়েটিং পান। প্রায় এক ঘণ্টা ধরে কল দেয়ার পরও স্বামী কল রিসিভ না করলে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular