রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযান অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ, জরিমানা

নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মাছেরদাইড় ও কাথুলি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।

জানা গেছে, অভিযানে মাছেরদাইড় এলাকায় মেসার্স ইত্যাদি স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাথুলি বাজারে অভিযানে মাছ ও সবজির দোকান পরিদর্শন করে দাঁড়িপাল্লাগুলো পরীক্ষা করা হয়। এ সময় কয়েকটি অসামঞ্জস্য দাঁড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয় এবং সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়। সবাইকে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও সচেতন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular